মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ আনোয়ারুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে পৌর শহরের হানিফ কাউন্টারে কোচে উঠার আগ মুহুর্তে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, আনোয়ারুল ইসলাম হানিফ পরিবহনের রাত ১০ টার গাড়ির যাত্রি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাউন্টারে উপস্থিত হয়ে কোচে উঠার সময় তাকে আটক করে। পরে তার ব্যাগের ভেতর থেকে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়। আনোয়ারুল ইসলাম জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দালাল বস্তি চোচপাড়া গ্রামের খলিফ উদ্দিনের ছেলে।