শ্রীমঙ্গলে মাটি চাপায় চার নারী চা শ্রমিক নিহত

শুভদিন অনলাইন রিপোর্টার:

শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে টিলার মাটি চাপা পড়ে চার নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত লাখাইছড়া চা বাগানের চার নারী চা শ্রমিক টিলা থেকে মাটি সংগ্রহ করতে গিয়ে মাটি চাপা পড়েন। পরে তাদের তাৎক্ষনিক উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের চার জনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন ওই বাগানের স্বপন ভুমিজের স্ত্রী হীরা ভুমিজ (৩০), মিটুন ভুমিজের স্ত্রী রিনা ভুমিজ (২৫), রিপন ভুমিজের স্ত্রী পূর্ণিমা ভুমিজ (২৫) এবং অরুন মাহালির স্ত্রী রাধা মাহালি (৪৫)।
স্থানীয় ইউপি সদস্য আবদুস সাত্তার জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই চার নারী ঘর মেরামত করার জন্য পার্শ্ববর্তী টিলায় মাটি সংগ্রহ করতে যান। মাটি সংগ্রহকালে তারা টিলার মাটি চাপা পড়লে তাদের দ্রুত উদ্ধার করে শ্রীমঙ্গল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের চার জনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সংবাদ পেয়ে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম-অর-রশীদ তালুকদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর, কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা হাসপাতালে ছুটে আসেন।
মর্মান্তিক এ ঘটনার পর হাসপাতালে নিহতদের স্বজন ও বাগানের সাধারণ শ্রমিকরা ভিড় করেন। নিহতের স্বজনদের আহাজারিতে হাসপাতালে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

Related posts

Leave a Comment