বংশের খাঁচায়
-কাজী মোঃ হাসান স্ফটিক স্বচ্ছতায় কবরের প্রাচীর ঠেলে জ্বলে ওঠে লাশের চোখ- এ যেন বংশের ঐতিহ্যে খানদানী জলুস হীরকে পাথর কাটে মাথার ওপর আকাশে ওড়ে গৌরব গাঁথা বাতাবি লেবুর পাতায় পাতায় রাজহংস ঝোলে, মাঝে মাঝে বজ্রপাতে চৌচির হয় বেলের খোলস! তারপরও দাম্ভিকতা, অহংকার, সম্পদের লোভ জেঁকে বসে মগজের...