আজ রাজধানীর কোথায় কখন লোডশেডিং আজ

শুভদিন অনলাইন প্রতিনিধি:

বিদ্যুৎ সংকট মোকাবিলায় আজ (বুধবার) নবম দিনের মতো এলাকাভিত্তিক লোডশেডিং দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) আজ লোডশেডিং শুরু করেছে সকাল ১০টায়, চলবে রাত ১০টা পর্যন্ত। একই সময় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডও (ডেসকো) লোডশেডিং শুরু করেছে।

আজ কোথায়-কখন লোডশেডিং হবে, তার তালিকাও দিয়ে দিয়েছে সংস্থা দুটি। ডিপিডিসি কখন কোথায় লোডশেডিং দিচ্ছে তার তালিকা দেখতে ক্লিক করুন এখানে। আর ডেসকোর তালিকাভুক্ত এলাকার লোডশেডিংয়ের সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।

সরকারের ঘোষণা অনুযায়ী, ১৯ জুলাই থেকে দেশজুড়ে লোডশেডিং শুরু হয়। এর আগে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয় ১৮ জুলাই। এই লোডশেডিং হতে পারে দুই ঘণ্টা পর্যন্ত।
আর এখন থেকে সপ্তাহে এক দিন বন্ধ থাকবে পেট্রলপাম্প। খরচ সাশ্রয়ের জন্য ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আপাতত স্থগিতের সিদ্ধান্তও নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই দিন সকালে বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়।

Related posts

Leave a Comment