ইতালিতে এক সপ্তাহের জন্য বাংলাদেশী ফ্লাইট নিষিদ্ধ, ৩৯ জনের শরীরে করোনা

শুভদিন অনলাইন রিপোর্টার:

ইতালি বাংলাদেশ থেকে যাওয়া সব ফ্লাইট এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বাংলাদেশ থেকে রোমে যাওয়া একটি ফ্লাইটে ‘উল্লেখযোগ্য সংখ্যক’ যাত্রীদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সরকার ইউরোপীয় ইউনিয়ন এবং শেনজেন অঞ্চলের বাইরে থেকে আসা সকল যাত্রীদের জন্য নতুন পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে কাজ করবে।
এদিকে ইতালি থেকে প্রকাশিত রোমা টুডে জানিয়েছে, গত কয়েকদিনে বাংলাদেশ থেকে রোমে যাওয়া ৩৯ জনের শরীরে (গত ২৪ ঘন্টায় ১২ জন) করোনাভাইরাস পাওয়া গেছে। তাই ঢাকা থেকে আসা যাত্রীদের নিয়ে ইতালি বিশেষভাবে উদ্বিগ্ন।

Related posts

Leave a Comment