ইসরাইলের সঙ্গে যে বিষয়ে কাজ করতে সম্মত হলো তুরস্ক

শুভদিন অনলাইন রিপোর্টার:

ইসরাইলের সঙ্গে থাকা বিভিন্ন ক্ষেত্রে ভঙ্গুর সম্পর্ক পুনরুজ্জীবিত করতে সম্মত হয়েছে তুরস্ক।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলু ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে এমন কথা জানান।
গত ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল সফরে গেছেন।
সংবাদ সম্মেলনে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক ও ইসরাইলের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে। তাছাড়া ইসরাইল তুরস্কের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায়।
অন্যদিকে তুরস্কের পররাষ্টমন্ত্রী বলেন, আমরা সম্মত হয়েছি দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে থাকা বিভিন্ন ক্ষেত্রে নতুন সমন্বয় আনব এবং এখন থেকে বিভিন্ন প্রক্রিয়া প্রতিষ্ঠা করব।
তুরস্কের প্রধানমন্ত্রী আরও জানান, গত বছর তুরস্ক-ইসরাইল ৮ বিলিয়ন ডলারের বাণিজ্যিক লেনদেন করেছে। এ বছরের প্রথম চার মাসেও দুই দেশের মধ্যে যে বাণিজ্য হয়েছে সেটিও আশাজনক বলে জানান তার্কিস পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: ডেইলি সাবাহ

Related posts

Leave a Comment