একটি গোষ্ঠী সরকার উৎখাতের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

শুভদিন অনলাইন রিপোর্টার:

একটি গোষ্ঠী সরকার উৎখাতের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, আওয়ামী লীগ কখনো ভোটে পিছিয়ে ছিল না। নানা ষড়যন্ত্র করে ভোটের মাঠে আওয়ামী লীগকে পিছিয়ে রাখা হয়েছিল।
আজ শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এসব কথা বলেন তিনি। গণভবনে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা।
প্রহসনের নির্বাচন ও ভোট কারচুপির কালচার জিয়াউর রহমান শুরু করেছেন এমন অভিযোগ করে শেখ হাসিনা বলেন, জিয়া, খালেদা-এরশাদ ও তারেক জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে।
ঈদুল ফিতরে মানুষের নির্বিঘ্নে বাড়ি যাওয়া ও ফেরায় সেতুমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সরকারপ্রধান বলেন, গ্রামের যাতায়াত ব্যবস্থা ভালো হচ্ছে। তৃণমূল থেকে উন্নয়ন করছি। মানুষ গ্রামের বাড়ে গিয়ে ঈদ করেছে। উৎসব করেছে। এতে গ্রামে অর্থ সরবরাহ বাড়ে। বিশ্বে অনেক দেশে এটা কমে গেছে।
এর আগে ২০২১ সালের ১৯ নভেম্বর আওয়ামী লীগের সর্বশেষ কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে কটূক্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করাসহ বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর চলতি বছরের ৮ ফেব্রুয়ারি গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক বৈঠক অনুষ্ঠিত হয়।

Related posts

Leave a Comment