এরদোগানের জন্য অপেক্ষা করলেন পুতিন, ভিডিও ভাইরাল

শুভদিন অনলাইন রিপোর্টার:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের তেহরানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জন্য অপেক্ষা করছেন। আর তাদের বৈঠকের আগে সেই ভিডিওটি ভাইরাল হয়েছে অনলাইনে। ৫০ সেকেন্ডের ওই ভিডিওতে এরদোগানের সাথে সাক্ষাৎ করার জন্য পুতিনকে অপেক্ষা করতে দেখা গেছে।
ওই ভিডিওতে দেখা যায়, দুই নেতার বসার জন্য সাজানো রয়েছে চেয়ার। পেছনে দুই দেশের পতাকা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের জন্য এ সময় অপেক্ষারত রুশ প্রেসিডেন্ট উসখুস করতে থাকেন। একপর্যায়ে দুই হাত একত্রে রেখে মুখে বিভিন্ন অঙ্গভঙ্গি ফুটিয়ে তোলার চেষ্টা করেন।
শেষমেশ কক্ষে এরদোগান প্রবেশ করলে পুতিন এগিয়ে গিয়ে তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় এরদোগান পুতিনকে বলেন, ‘হ্যালো, কেমন আছেন, ভালো?’ এরপর হাস্যোজ্জ্বল দুই নেতা একে অপরের সাথে হাত মেলান।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক বৈঠকে বিশ্বনেতাদের পুতিন অপেক্ষা করিয়েছেন। কখনো কখনো তার জন্য বিশ্ব নেতাদের কয়েক ঘণ্টাও পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
তবে এরদোগান ঘটালেন উল্টো। তিনি পুতিনকেই রাখলেন অপেক্ষায়। তাই পুতিনের এমন অবস্থা দেখে নেটিজেনরাও বেশ মজা নিচ্ছেন নানা মাধ্যমে।

সূত্র: টেলিগ্রাফ

Related posts

Leave a Comment