করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে দুজনের মৃত্যু, নতুন সনাক্ত ৩১ জন

শুভদিন অনলাইন রিপোর্টার:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় দুজন মারা গেছেন, শনাক্ত হয়েছেন ৩১ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ১৩০ জন, মোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ২৬৪ জন। সোমবার (২৩ মে ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৬৭ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ১৯৩ জন, এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ১ হাজার ১৫৭ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৬০৭টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৬৫৯টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৮৭ হাজার ৩৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৬৭ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের ১৩ দশমিক ৮৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৩৩ শতাংশ, মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারী দুজনই পুরুষ। একজনের বয়স ৬১ থেকে ৭০ বছর। আরেকজনের ৪১ থেকে ৫০। দুজনই ঢাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Related posts

Leave a Comment