‘কিয়েভের মর্গে মর্গে শত শত লাশ’

শুভদি অনলাইন রিপোর্টার:

ইউক্রেনের রাজধানী কিয়েভে বিভিন্ন মর্গে ১ হাজার ২০ জন বেসামরিকের লাশ জমা হয়েছে। এই অঞ্চলের আশেপাশে থেকে রুশ বাহিনী চলে যাওয়ার পর বার্তা সংস্থা এএফপি এই খবর জানালো এক ইউক্রেনীয় কর্মকর্তা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সিনিয়র এক পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, কিয়েভের কাছে বরদিয়াংকা শহরে ৯ জন বেসামরিক লোকের লাশ পাওয়া গেছে। এসব মৃতদেহের অনেকের শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।
কিয়েভের পুলিশ প্রধান আন্দ্রিয়ে নিবিটোভ বলেন, ‘দখলদার বাহিনী এসব লোককে হত্যা করেছে এবং বেশ কয়েকজনের শরীরে নির্যাতনের আলামত পাওয়া গেছে। আমি জোর দিয়ে বলতে পারি এসব বেসামরিক লোক। রুশ সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের গুলি করেছে যারা কোনো প্রতিরোধ করেনি।’
তিনি আরও বলেন, ‘বরদিয়াংকা শহরে দুইটি কবর খুঁজে পেয়েছে পুলিশ। এই দুই কবর খুঁজে পাওয়ার পরেই কিয়েভের মর্গে হাজারের বেশি লাশ জমা হয়ে আছে বলে জানিয়েছে ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী।
আন্দ্রিয়ে নিবিটোভ বলেন, এক কবরে তিনজনের লাশ পাওয়া গেছে, যার মধ্যে ১৫ বছর বয়সী এক মেয়ে শিশু আছে। আরেক কবরে ছয়জনের লাশ পাওয়া গেছে।
এদিকে ইউক্রেনের বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করা হয়নি বলে রাশিয়া দাবি করেছে।

Related posts

Leave a Comment