গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৩

শুভদিন অনলাইন রিপোর্টার:

দেশে আজ সকাল আটটা পর্যন্ত  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১১৮ জন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৩ জন। এরমধ্যে ঢাকায় ৫৭৫ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ৩২৮ জন ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৮২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ২৯০ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ১৯২ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৩১ হাজার ৯৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২২ হাজার ৫৮৮ এবং ঢাকার বাইরে ৯ হাজার ৩৭৮ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৬৫০ জন। এর মধ্যে ঢাকায় ২০ হাজার ২২৯ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৮ হাজার ৪২১ জন।

Related posts

Leave a Comment