গাংনীতে নৌকার নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের কারিগরপাড়ায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের অফিস রাতের আঁধারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় কে বা কারা নৌকা প্রতীকের অফিসে আগুন দিয়েছে। আজ শুক্রবার বিকেলের দিকে খবর পেয়ে নৌকার মনোনীত প্রার্থী ডা. এ এস এম নাজমুল হক সাগর নেতা কর্মীদের সাথে সরেজমিনে দেখার জন্য হেমায়েতপুর বাজারে যান। ঘটনার সুষ্ঠু তদন্ত করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, গাংনী থানা ওসি তদন্ত মনোজিত কুমার নন্দী ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি ইছাহাক আলী বিশ্বাস । এসময় রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, জেলা ছাত্রলীগের সেক্রেটারী মুনতাসির জামান মৃদুল, গাংনী উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী আসিফ ইকবাল অনিক প্রমুখ।
স্থানীয়দের মধ্যে মুকুল ও শরিফুল ইসলাম নামের দুজন জানায়, আমরা প্রতিদিন এই অফিসে বসি , চা খাই, অনেককে খাওয়ায়, গল্প করি। আমার ধারণা রাত ৪ টার দিকে কেউ এই অফিসে আগুন দিতে পারে। জানা গেছে, অফিসের পার্শ্বের বাড়ির একজন দিনমজুরের পাট কাঠির গাদা পুদে ভস্মিভ’ত হয়েছে। মেহেরপুর -২ গাংনী আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. এ এস এম নাজমুল হক সাগর জানান, গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমার নেতা কর্মীরা নির্বাচনী অফিস করেছে । গাংনী বাসী আমার সাথে রয়েছে। তাই আমার ওপর ঈষর্িিন্বত হয়ে আমার প্রতিপক্ষরা এহেন জঘন্য কাজে লিপ্ত হয়েছে। আিমি এরতীব্র নিন্দা জানাচ্ছি।
এ ব্যাপারে গাংনী থানার ওসি তদন্ত মনোজিত কুমার জানান, বিষয়টি সরেজমিনে দেখেছি। এর সাথে জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related posts

Leave a Comment