গাজীপুরে কবি কায়েস রচিত গানের কথা অবলম্বনে গীতি উৎসব ও গুণীজন সংবর্ধনা

মো.নূরুল ইসলাম সবুজ, গাজীপুর :
বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার ও নাট্যকার কবি মোশাররফ হোসেন কায়েস রচিত গানের কথা অবলম্বনে গাজীপুরে গীতি উৎসব ও গুণীজন সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে গাজীপুরের রহমান হোমিও ফার্মার আয়োজনে নগরীর পিটিআই’র শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। গীতি উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক আনিসুর রহমান। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গাজীপুর জেলা কারলচারাল অফিসার শারমিন জাহান। রহমান হোমিও ফার্মার স্বত্তাধিকারী ডা. এফ রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. ওয়াহিদ হোসেন, সহকারী কমিশনার ওয়াসিউজ্জামান, পিটিআই’র সুপারিনটেনডেন্ট মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার। সঞ্চালনা করেন গাজীপুরের বাগবাড়িয়া আলিয়া মাদরাসার প্রভাষক (বাংলা) কামরুন নাহার মুক্তা। অনুষ্ঠানে তিনজন গুণীব্যক্তিদেরকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। গুণীজন সংবর্ধণা প্রাপ্তরা হলেন-ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মলি­ক, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার ও নাট্যকার কবি মোশাররফ হোসেন কায়েস (ভাওয়াল গীতিকবি), বঙ্গরুপ টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আজিজ করিম চৌধুরী। সার্বিক তত্তাবধানে ছিলেন দৈনিক শুভদিনের গাজীপুর জেলা প্রতিনিধি মো. নূরুল ইসলাম সবুজ। কবি মোশাররফ হোসেন কায়েসের লেখা গান পরিবেশন করেন শিল্লী, বাউল ফরহাদ, সম্পা সরকার, স্বপন গোস্বামী, পাগল ছানোয়ার সরকার, ছামান আলী, মান্নান, নিপা, নূপুর নীর, পায়েল, তামান্না, কবির হোসেন, বৃষ্টি, সূচনা সরকার, আরিফ সরকার।

Related posts

Leave a Comment