জেলের জালে ধরা পড়ল নীল রঙের বিরল চিংড়ি

শুভদিন অনলাইন রিপোর্টার:

সম্প্রতি বিরল একটি নীল রঙা গলদা চিংড়ি ধরেছেন যুক্তরাষ্ট্রের এক জেলে। জানলে অবাক হবেন, এই চিংড়ির দাম হতে পারে ২০ লাখ টাকা। এনডিটিভি এক প্রতিবেদনে বিরল নীল রঙা চিংড়ি ধরার বিষয়টি জানায়। গত (৩ জুলাই) সামুদ্রিক এ চিংড়িটি ধরা পড়ে। তবে এরপর সেটিকে আবার ছেড়ে দিয়েছেন জেলে।
সুইডিশ চিকিৎসা বিজ্ঞানী লার্স-জোহান লারসন নীর রঙের গলদা চিংড়িটির একটি ছবি নিজের টুইটার হ্যান্ডলে প্রকাশ করেন। পোস্টে তিনি জানান, এ প্রাণিটি পোর্টল্যান্ডের উপকূলে ধরা পড়েছিল। এতে খাওয়া হয়নি। চিংড়িটি যাতে আরও বড়ো হয়, সে জন্য পানিতে ছেড়ে দেওয়া হয়েছে।
টুইট পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। প্রায় ৫ লাখের বেশি মানুষ লারসনের টুইট রি-টুইট করে। অনেকেই টুইট পোস্টে কমেন্ট করেন। প্রায় সবাই অবাক হলেও একজন রসিকতা করে লিখেছেন, আপনি জানেন বন্ধুরাও এ রকম! সে সবসময় ধরা পড়ে এবং তাকে ছেড়ে দেওয়া হয়, কারণ সে নীল! এর আগে ১৯৯৩ সালের গ্রীষ্মে এমন একটি নীল চিংড়ি ধরা পড়েছিল বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।

Related posts

Leave a Comment