টাঙ্গাইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

শুভদিন অনলাইন রিপোর্টার:

জেলার সদর উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌর শহরের আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রাইভেট কার চালক বরগুনা সদরের সোনাখালী গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইলিয়াস হোসেন (৩৫) এবং যাত্রী সিরাজগঞ্জের মৃত নূর মোহাম্মদের ছেলে শাহ আলম (৪৫)।
এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুল রহমান বলেন, আজ রোববার সকালে তিনজন যাত্রী নিয়ে প্রাইভেট কারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর এলাকায় পৌঁছালে একটি কার্ভাডভ্যানের পেছনে প্রাইভেট কারটি ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক ইলিয়াস হোসেন নিহত হন। আহত অবস্থায় তিনযাত্রিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম নামের আরও একজনের মৃত্যু হয়।
তিনি জানান, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আহত অপর দু’জন
হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জের আনিছুর রহমান (৫৫) ও  সিরাজগঞ্জ সদরের মাহফুজুর রহমান আলাল (৫৩)।

Related posts

Leave a Comment