ঠাকুরগাঁওয়ে বিশ্ব চিন্তা দিবস উদযাপন

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে বিশ্ব চিন্তা দিবস উদযাপন করা হয়। ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও বাংলাদেশ গার্ল গাইড এর উদ্যোগে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে বিশ্ব চিন্তা দিবস উদযাপন করা হয়। জেলা গার্ল গাইড এসোসিয়েশন সাধারণ সম্পাদক কানন চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,স্থানীয় কমিশনার মনোয়ারা বেগম লিলি, কোষাধ্যক্ষ ছালেহা বেগম, গার্ল গাইডার ও শরীরচর্চা শিক্ষিকা প্রীতি গাঙ্গুলী প্রমুখ ।
বক্তারা বলেন, বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদ সামগ্রী উপহার ও বৃক্ষরোপণ অব্যাহত রাখব। উল্লেখ্য বিশ্ব গার্ল গাইডস ও গার্ল স্কাউটস সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড রবার্ট ব্যাডেন পাওয়েল ও চিফ গাইড লেডি ব্যাডেন পাওয়েল এ দিনে জন্মগ্রহণ করে। বিশ্বজুড়ে গাইড সদস্যরা এ দিনটিকে বিশ্ব চিন্তা দিবস হিসেবে উদযাপন করছেন।এ সময় গাইড এর প্রতিজ্ঞা নবায়ন করা ও চাঁদা সংগ্রহ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন বিদ্যালয়ের গাইড শিক্ষিকা ও গার্ল গাইডস শিক্ষার্থীবৃন্দ।

Related posts

Leave a Comment