ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

মোঃ শফিকুল ইসলাম দুলাল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদের ২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। ২৬মে বৃহস্পতিবার নারগুন ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাজেট ঘোষনা করা হয়।
ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্টিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে নারগুন ইউপি চেয়ারম্যান মোঃ সেরেকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসকের কার্যালয়ের এলজিএসপি’র ডিএফ মোঃ সফিকুল ইসলাম, নারগুন ইউনিয়ন আ’লীগের সভাপতি সত্যেন্দ্র নাথ রায়, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, শাপলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চক্র মোহন, নারগুন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুবুল আলম, নারগুন মাদ্রাসার প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, সংরক্ষিত কাউন্সিলর লাকি আক্তার, মিস জুলিয়া তাসনিন, আনোয়ারা বেগম, ইউপি সদস্য সানাউল হক, নুর- নবী নুরু, আব্দূল জব্বার, আব্দুস সাত্তার, আলিফ রেজা, রেজওয়ানুল হক লিটন, রাশেদ রহমান, আব্দুল আজিজ, আমজাদ আলী, ফজলে এলাহী প্রমুখ। বাজেট ঘোষনাকালে ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন নারগুন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মাহবুব আলম ভুঁইয়া। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয় ৯৮ লাখ টাকা ও সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৯৭ লাখ ৩১ হাজার ১শ টাকা।

Related posts

Leave a Comment