দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু কমে ১ জন, নতুন সনাক্ত ৩৫৫

শুভদিন অনলাইন রিপোর্টার:

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছে। আগের দিন এই রোগে মারা গিয়েছিল ৪ জন। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৮৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। শনিবার করোনায় শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬২ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৪ শতাংশে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪ হাজার ৫৪৩ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৬ হাজার ৮৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৫৫ জন। আগের দিন ৯ হাজার ৩৩৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৬১৮ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪০ হাজার ৭৭৯ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৮২ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৮০ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৬৭২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৮৫ জন। শনাক্তের হার ৩ দশমিক ১৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৫ দশমিক ৩৫ শতাংশ।

Related posts

Leave a Comment