দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ২৯ জনের মৃত্যু, নতুন সনাক্ত ৮৩৪৫ জন

শুভদিন অনলাইন রিপোর্টার:

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ২৯ জনের মৃত্যু, নতুন সনাক্ত ৮ হাজার ৩৪৫ জন। মৃতদের মধ্যে পুরুষ ১৫ জন ও নারী ১৪ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে ২ দশমিক ৩৩ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২৩ দশমিক ৮৩ শতাংশ। আজ তা কমে হয়েছে ২১ দশমিক ৫০ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, আজ ২৯ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৮৯ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৩৮ হাজার ৮২১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৪৫ জনের। গতকাল ৩৫ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৮ হাজার ৩৫৯ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৭ লাখ ২৬ হাজার ৪০৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২৪ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৫৪ জন। শনাক্তের হার ২০ দশমিক ১৩ শতাংশ। গতকাল এই হার ২৩ দশমিক ৭৮ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন।
আজ ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ৪ জন করে, রংপুর বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে বরিশাল বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ১৫৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ২ হাজার ৫৫০ জন। সুস্থতার হার ৮৬ দশমিক ০৯ শতাংশ।

Related posts

Leave a Comment