নারীবান্ধব কর্মসূচির ফলে দেশের নারীরা ক্রীড়াক্ষেত্রেও সাফল্যের স্বাক্ষর রাখছ: গণপূর্ত প্রতিমন্ত্রী

শুভদিন অনলাইন রিপোর্টার:

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার। সরকারের নারীবান্ধব কর্মসূচির ফলে ব্যবসায় উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি ক্রীড়াঙ্গনেও নারীরা সাফল্যের স্বাক্ষর রেখেছে।
গত রবিবার ময়মনসিংহের সরকারি মুমিনুন্নেসা মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। কর্মক্ষেত্রে নারীরা যেমন সাফল্যের স্বাক্ষর রেখেছে তেমনি ব্যবসার নতুন নতুন ধারণা নিয়ে প্রচুর নারী উদ্যোক্তা দেশের আর্থসামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও এ দেশের নারীরা তাদের দক্ষতা ও সাফল্যের স্বাক্ষর রেখেছে। এতে একদিকে যেমন দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে অন্যদিকে নারীর অগ্রযাত্রায় সরকারের গৃহীত পদক্ষেপ বহির্বিশ্বে প্রশংসিত হচ্ছে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Related posts

Leave a Comment