নির্বাচনে ইভিএম বাতিল করে পাকিস্তানের পার্লামেন্টে বিল পাস

শুভদিন অনলাইন রিপোর্টার:

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বাতিল করে বিল পাস করেছে। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্ট সূত্রে এ তথ্য জানা গেছে। খবর ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
একইসঙ্গে প্রবাসী পাকিস্তানিদের আই-ভোটিং বাতিল এবং দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) ক্ষমতা কমিয়ে আরেকটি বিল পাস করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে নির্বাচন (সংশোধন) বিল ও ২০২২ ও এনএবি (দ্বিতীয় সংশোধন) বিল জাতীয় পরিষদে উত্থাপন করে সরকারি দল।
এদিকে, যখন আগাম নির্বাচনের সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে পাকিস্তানে, তখন নির্বাচনের তারিখ ঘোষণায় সরকারকে ছয় দিনের সময়সীমা বেঁধে দিয়ে পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এই আল্টিমেটাম দিয়েতিনি আকস্মিক ‘আজাদি মার্চ’ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেছেন।

Related posts

Leave a Comment