নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

শুভদিন অনলাইন রিপোর্টার:

সরকার পতনের এক দফা দাবিতে ডাকা মহাসমাবেশে সংঘর্ষের ঘটনার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। কার্যালয়টির সামনের অংশে মূল সড়কটি জুড়ে ‘ক্রাইম সিন’ লেখা টেপ ঝুলিয়ে দেওয়া হয়েছে। গতকাল রোববার বিএনপির ডাকা হরতালের দিনে কেন্দ্রীয় কার্যালয়টি ছিল তালাবদ্ধ। তবে মূল প্রবেশপথসহ কার্যালয়টির সামনে ‘ক্রাইস সিন’ লেখা হলুদ টেপ দিয়ে ঘিরে রাখা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির সদস্যদের কার্যালয়ের সামনে এবং আশপাশ থেকে নমুনা সংগ্রহ করতে দেখা গেছে। বেশ কয়েকজন সদস্য ‘ক্রাইম সিন’ এর ভেতরে ও বাইরের অংশে ঘুরে ঘুরে সড়ক ও ফুটপাত থেকে বিভিন্ন নমুনা নেন। তারা রাস্তায় পড়ে থাকা ছাই, বিভিন্ন দ্রব্য সামগ্রী আলামত হিসেবে সংগ্রহ করেছেন।
অপরদিকে কার্যালয়ের দুই পাশে এক স্তরের নিরাপত্তা ব্যবস্থা বসিয়ে পুলিশ পাহারা দিতে দেখা যায়। সকাল থেকে পুলিশ ও গণমাধ্যম কর্মীরা সেখানে ভিড় করেন। তবে এর আশপাশে দলের নেতাকর্মীদের দেখা যায়নি।

Related posts

Leave a Comment