বদলগাছীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেলেন ৪৬টি পরিবার

শুভদিন অনলাইন রিপোর্টার:

বিশেষ প্রতিনিধিঃ ঈদুল ফিতরের উপহার হিসেবে মঙ্গলবার (২৬ এপ্রিল) ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও ঘরের চাবি প্রদান কর্মসূচি উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় ২৬ এপ্রিল সকাল ১০টায় নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ অডিটরিয়ামে তিন ইউনিয়নের (মথুরাপুর,আধাইপুর এবং বালুভরা) ৪৬টি পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন বদলগাছী উপজেলা নিবার্হী কর্মকর্তা আলপনা ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোস্তাফিজুর রহমান,বদলগাছী উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক আব্দুস সালাম মন্ডল, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন প্রমুখ।

Related posts

Leave a Comment