বান্দরবানে কুকি-চিন আবারও মাথাচাড়া দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শুভদিন অনলাইন রিপোর্টার:
বান্দরবানের রুমা ও থানচিতে ৩ ব্যাংকে ডাকাতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বান্দরবানের রুমা এবং থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় জঙ্গিগোষ্ঠী কুকি-চিনের সম্পৃক্ততা পাওয়া গেছে। ইদানিংকালে আমরা দেখছি কুকি-চিন আবারও মাথাচাড়া দিচ্ছে। এরই মধ্যে পুলিশ ও বিজিবি অভিযান শুরু করেছে। প্রয়োজন হলে সেনাবাহিনীও অভিযানে যোগ দেবে।’

আজ বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে, তারা রুমাতে বিদ্যুতের যে সাবস্টেশন সেটাকে আগে বন্ধ করে। তারপর তারা সোনালী ব্যাংকের দিকে অগ্রসর হয়। সেইসময় পুলিশ এবং আইনশৃঙ্খলার দায়িত্বে যারা ছিলেন তারা তারাবির নামাজ পড়ছিলেন। এ সুযোগেই তারা ডাকাতি করে। এ সময় নিরাপত্তাকর্মীদের অস্ত্রও লুট করে সন্ত্রাসীরা।’

তিনি বলেন, ‘আজকে থানচিতে কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকেও তারা চেষ্টা করেছে। এটা প্রতিরোধে যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সব ব্যবস্থা নেওয়া হবে। সব বিষয় দেখা হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘আনুষ্ঠানিক কোনো তথ্য এখনও আসেনি। সব তথ্যই আপাতত প্রাথমিক। খতিয়ে দেখাসহ প্রয়োজন অনুযায়ী সরকার যা করার, তাই করবে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ মহাপরিদর্শকের নেতৃত্বে একটি টিম সেখানে রয়েছেন। তারা সার্বিক দিক খতিয়ে দেখছেন।’

সীমান্ত হত্যা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সীমান্ত হত্যা বন্ধে সেখানে অস্ত্র ব্যবহার না করার জন্য ভারতের সঙ্গে আলোচনা চলছে। মূলত অবৈধ ব্যবসার জন্য যাতায়াতকারী দুদেশের নাগরিকই এ ঘটনার শিকার হয়ে থাকেন।’

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। ব্যাংকটির ম্যানেজারকেও তুলে নেওয়া হয়েছে। এর ১৬ ঘণ্টা পর আজ বুধবার বেলা ১টার দিকে থানচির সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা করা হয়।

Related posts

Leave a Comment