বৃষ্টি নামে

-কাজী মোঃ হাসান

বৃষ্টি নামে আষাঢ় শ্রাবণ মাসে,
বৃিষ্ট নামে বন-বাদাড় ও ঘাসে।
বৃষ্টি নামে ভেন্না পাতার ছায়,
বৃষ্টি নামে শহর-বন্দর গায়।

বৃষ্টি নামে সকাল সন্ধ্যা রাতে,
বৃষ্টি নামে খাল-বিল ফুট পাতে।
বৃষ্টি নামে নীলের আকাশ ছেয়ে,
বৃষ্টি নামে ঝর্ণা পাহাড় বেয়ে।

বৃষ্টি নামে বস্তিগুলোর চালে,
বৃষ্টি নামে দালান কোঠার ভালে।
বৃষ্টি নামে পথিক ছাতার ’পড়ে,
বৃষ্টি নামে ধূ ধূ বালুর চরে।

বৃষ্টি নামে টাপুর-টুপুর সুরে,
বৃষ্টি নামে ভাবুক মনটি জুড়ে।
বৃষ্টি নামে বরষা রাণীর বেশে,
বৃষ্টি নামে বজ্র মুচকি হেসে।

Related posts

Leave a Comment