বেইলি রোডের অগ্নিকাণ্ডে ৭ সদস্যদের কমিটি গঠন

শুভদিন অনলাইন রিপোর্টার:
রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ড তদন্তে ৭ সদস্যদের কমিটি গঠন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এই কমিটিতে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটি গঠনের পরপরই শুক্রবার কমিটির সদস্যরা সভা করেছেন। ফাইলপত্র দেখে তারা জানতে পেরেছেন, ভবনের নির্মাণ অনুমোদন সঠিক আছে। নকশাঁরও কোনো ত্রুটি নেই। তবে ভবনের পাঁচতলা পর্যন্ত বাণিজ্যিক হলেও ওপরের দুই তলাও বাণিজ্যিক হিসেবে ব্যবহার করেছে।

রাজউকের প্রধান প্রকৌশলী ও কমিটির সদস্য উজ্জ্বল মল্লিক যুগান্তরকে এ তথ্য জানান।
রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে শুক্রবার রাতে ভয়াবহ আগুন লাগে। এতে শুক্রবার দুপুর পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ঘটনা তদন্তে আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে ৫ সদস্যের কমিটি করা হয়েছে।

Related posts

Leave a Comment