ভারতকে শেষ ওভারে হারাল দক্ষিণ আফ্রিকা

শুভদিন অনলাইন রিপোর্টার:

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে পাঁচ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা। ১৩৩ রানের জবাবে খেলতে নেমে দুই বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।
তবে রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারে জোড়া শিকার করেন অর্শদীপ সিং। কুইন্টন ডি কক এক রান, আর রাইলি রুশো ফেরেন শূন্য রানে। এরপর ১৫ বলে ১০ রানের ধীর ইনিংস খেলে সাজ ঘরে ফেরেন অধিনায়ক টেম্বা বাভুমা। ২৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা।
পরে এইডেন মার্করাম ও ডেভিড মিলার মিলে শক্ত করেই হাল ধরেন। যদিও তারা রান তুলেছেন ধীর গতিতে। প্রথম ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ৪৩ রান। একপর্যায়ে ভালো একটি জুটিতে ম্যাচ তারাই প্রায় বের করে নিয়ে আসেন। ফিফটি করে মার্করাম ৪১ বলে ৫২ রান করে দলীয় ১০০ রানের মাথায় আউট হন।
তবে ডেভিড মিলার ৪০ বলে হাফসেঞ্চুরি তুলে একদম শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। দুই বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করেছেন তিনিই। ৪৬ বলে গড়া তার ৫৯ রানের ইনিংসে ছিল ৪ বাউন্ডারি আর ৩ ছক্কার মার।
এর আগে, নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান করে রোহিত শর্মার দল। রবিবার পার্থ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। তবে শুরুটা মোটেই ভালো হয়নি। প্রথম ৯ বলে কোনো রানই নিতে পারেননি ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। প্রথম ওভারটি মেডেন নেন ওয়েইন পার্নেল। পরের ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে রানের খাতা খোলেন রোহিত। তৃতীয় ওভারে রাহুলও ছক্কা হাঁকান পার্নেলকে। কিন্তু দলীয় ২৩ এবং ২৬ রানেই দুই ওপেনারকে হারায় ভারত। ১৪ বলে ৯ রান করে বিদায় নিয়েছেন রাহুল। আর রোহিত ১৪ বলে ১৫ রান করেন।
এদিন হাসেনি বিরাট কোহলির ব্যাট। ১১ বলে ১২ রান করেন। দীপক হুদাকে রানের খাতাই খুলতে দেননি প্রোটিয়া পেসার। শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর হার্দিক পান্ডিয়া দুই রানে আউট হন। পরে কেউ বলার মতো তেমন রান তুলতে পারেননি। তবে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একাই লড়াই চালিয়ে গেছেন সূর্যকুমার যাদব।
১৯তম ওভারের প্রথম বলে অশ্বিন বিদায় নেওয়ার পর ওভারের পঞ্চম বলে তুলে মারতে গিয়ে আউট হন সূর্যকুমার। ৪০ বলের মোকাবিলায় ৬ চার ও ৩ ছক্কায় ৬৮ রান করেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে ৪ উইকেট নিয়েছেন লুঙ্গি, ৩ উইকেট গেছে পার্নেলের দখলে এবং একটি উইকেট নিয়েছেন নরকিয়া।

 

Related posts

Leave a Comment