মাতৃভাষা দিবস থেকে খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিচ্ছি: ফখরুল

শুভদিন অনলাইন রিপোর্টারঃ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার শপথ গ্রহণের কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের একথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, যেদিন সমস্ত জাতি এই মহান দিবসকে স্মরণ করছে, তখন আমরা বলতে বাধ্য হচ্ছি, দেশে গণতন্ত্র নেই। দেশের মানুষের অধিকার হরণ করা হয়েছে এবং আইনের শাসন নেই। গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য দেশনেত্রীকে মুক্ত করবার জন্য, আজকের এই দিনে আমরা শপথ নিচ্ছি।

বিএনপি মহাসচিব বলেন, সরকার জনগণের অধিকার হরণ করেছে। ভোটের অধিকার হরণ করেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে একদলীয় একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরির জন্য অপকৌশল করছে।

এর আগে ভোরে বিএনপি নেতা-কর্মীরা মহাসচিবের নেতৃত্বে আজিমপুর কবরাস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন। পরে প্রভাতফেরির অনুষ্ঠানে অংশ নেন তারা।

Related posts

Leave a Comment