মেহেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি:
“সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে –উদ্ভাবনে স্থানীয় সরকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম বারের মত মেহেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী (১৭-১৯ সেপ্টেম্বর) উন্নয়ন মেলার আয়োজন করা হয়। জেলা পরিষদ থেকে র‌্যালী শহর প্রদক্ষিণ করে।
মেলার ২য় দিনে আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়।
জেলা প্রশাসক মো. শামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, মেহেরপুর -১ আসনের মাননীয় সংসদ সদস্য ও মাননীয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক এম এ খালেক মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড ইয়ারুল ইসলাম , স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. শামীম হোসেন, পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা শাহীন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজিব হাসান, জেলঅ সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদেও মো. ফজলে রাব্বি, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামান, মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা প্রমুখ্ ।
অন্যদিকে গাংনীতে আয়োজিত উন্নয়ন মেলায় ২য় দিনে জুগিনন্দা মাধ্যমিক বিদ্যালয় ও সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেলা ক্যাম্পাস নাচে গানে আনন্দ হাসিতে মুখরিত করে তোলে। একইভাবে মুজিবনগরেও দিবসটি পালনে নানা কর্মসূচি নেয়া হয়েছে।

Related posts

Leave a Comment