মেহেরপুরে শহীদ বেদীতে উপচে পড়া ভীড়

জুলফিকার আলী কানন, মেহেরপুর:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন বলেছেন পৃথিবীতে একটি মাত্র জাতী আছে যারা মাতৃভাষার অধিকার আদায়ের জন্য শহীদ হয়েছেন। ভাষা শহীদ সালাম, বরকত, রফিক জব্বার প্রতি জাতী আজ শ্রদ্ধা নিবেদন করছেন।২১ ফেব্রুয়ারী জাতীর গর্বর বিষয়। মায়ের ভাষা প্রতিটি জাতীর জন্য সম্মানের। মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে মেহেরপুর শহীদ বেদীতে পুস্প্যমাল্য অর্পণ এর পূর্ব এসব কথা বলেন।
এদিকে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মেহেরপুরে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রাত ১২ টা ১ মিনিটের সময়  অমর একুশের প্রথম প্রহরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলী একসাথে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।


এদিকে গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত একুশে প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পূস্প্যমাল্য অর্পণ করেন মেহেরপুর-২ ( গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, গাংনী থানার ওসি ওবাইদুর রহমানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠণ।
মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক পর্যায়ক্রমে জেলা ও দায়রা জজ এসএম আব্দুস সালাম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর পতœী সৈয়দা মোনালিসা ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, মেহেরপুর পৌরসভার চেয়ারম্যান মাহফুজুর রহমান রিটন, সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সদর উপজেলা পরিষদের পক্ষে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী,আওয়ামী লীগের সম্পাদক আক্কাস আলী, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী তহমিনা আবেদিন, সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, যুব মহিলা লীগের সভানেত্রীর সামিউল বাসিরা পলি,জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হিরা, ,জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন, জেলা রেডক্রিসেন্টের সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা, পিপি পল্লব ভট্টাচার্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষে শরিফুল ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পুষ্প মাল্য অর্পণ করেন। এদিকে রাত পৌনে একটার দিকে জেলা বিএনপির সভাপতি মাসুদুর নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন।

Related posts

Leave a Comment