লাঞ্চের আগে বৃষ্টির বাগড়া

শুভদিন অনলাইন রিপোর্টার:

ঢাকা টেস্টের তৃতীয় দিনের মধাহ্ন বিরতির আগে বল করতে এসেছিলেন সাকিব আল হাসান। তখন কালো মেঘে ঢাকা মিরপুরের আকাশ। বোঝা যাচ্ছিল আচমকা বৃষ্টি ঝরবে। সাকিব এক বল করার পরই শুরু হলো ঝুম বৃষ্টি। দৌড়ে ক্রিকেটাররা ঢুকলেন ড্রেসিংরুমে। ৫ বল আগেই আম্পায়াররা মধাহ্ন বিরতি ঘোষণা করেন।
দ্বিতীয় সেশনে ১২টা ৪০ মিনিটে আবার খেলা শুরু হবে। প্রথম সেশনে মোট ২৪.১ ওভার খেলা হয়েছে। রান হয়েছে কেবল ৬৭। ২ উইকেট তুলে বাংলাদেশই এই সেশনে এগিয়ে। শ্রীলঙ্কা এখনো পিছিয়ে আছে ১৫৫ রানে।
সকালে ২ উইকেট তুলে নেওয়ার পর সফরকারীদের চাপে রেখেছে বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের দ্রুত রান তুলতে দিচ্ছেন না বোলাররা। দুই পেসার ইবাদত ও খালেদের সঙ্গে হাত ঘুরিয়েছেন সাকিব ও তাইজুল। আঁটসাঁট বোলিংয়ে ম্যাথুজ ও ধনাঞ্জয়া ডি সিলভাদের পরীক্ষা নিচ্ছেন বোলাররা। শ্রীলঙ্কার রান হয়েছে ২১০। পঞ্চম উইকেটে জুটি বাঁধার চেষ্টায় ম্যাথুজ ও ধনাঞ্জয়া।

Related posts

Leave a Comment