লিটনের জিম্বাবুয়ে সিরিজ শেষ, এশিয়া কাপেও অনিশ্চিত

শুভদিন অনলাইন রিপোর্টার:

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে নেমে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে তিন-চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন লিটন কুমার দাস। এতে চলমান ওয়ানডে সিরিজে তাকে আর পাওয়া যাবে না।
শুক্রবার ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দারুণ ছন্দে ছুটছিলেন লিটন দাস। কিন্তু লিটন যখন সেঞ্চুরির পথে হাঁটছিলেন তখন হঠাৎ করেই পেশিতে ব্যথা অনুভব করেন। সিকান্দার রাজার করা ইনিংসের ৩৪তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নেওয়ার সময় ব্যথায় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর আর দাঁড়াতে পারলেন না।
সেই সময় ফিজিও এসে মাঠে খানিকটা চিকিৎসা দেয়ার চেষ্টা করলেও সেটা কাজে আসেনি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠের বাইরে চলে যেতে হয় লিটনকে। এরপর ম্যাচ চলাকালীনই তার স্ক্যান করানো হয় এবং হ্যামস্ট্রিংয়ের চোট ধরা পড়ে।
এ প্রসঙ্গে বিসিবির ফিজিও মুজাদ্দেক আলফা সানি বলেন, ‘আজকে আমাদের দলের ওপেনার লিটন কুমার দাস ব্যাটিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে আঘাতপ্রাপ্ত হন। ম্যাচ মধ্যবর্তী সময়ে আমরা তাকে স্ক্যান করতে পাঠাই। স্ক্যান রিপোর্টে আসে তার গ্রেট টু মাসল স্ট্রেইন। এই ধরনের ইনজুরির জন্য ৩-৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়। এই সিরিজে লিটনকে আমরা পাচ্ছি না।’

Related posts

Leave a Comment