সন্দ্বীপ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন এস এম আনোয়ার হোসেন

আলমগীর হোসেন, সন্দ্বীপ:

প্রথম ধাপে ১৩৯  উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন ৮ ই মে  বুধবার অনুষ্ঠিতব্য নির্বাচনে  চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সকাল ৮ টায়  ভোট গ্রহন শুরু হয়  বিকেল ৪ টা পর্যন্ত  ভোট গ্রহন শেষ হয়। ভোট গ্রহনের শুরুতে বৃষ্টি আরম্ভ হলে ও বৃষ্টি উপেক্ষা করে ভোট কেন্দ্রে আসেন সাধারণ ভোটারগন।সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন পাঁচ জন চেয়ারম্যান প্রার্থী।সন্দ্বীপ উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৪৫ হাজার ৬৭৬ জন, পুরুষ ভোটার ১,২৬,৬৮৯ জন, মহিলা  ভোটার ১,১৮,৯৮৫ জন ভোট কেন্দ্র ৮৫ টি, ভোট কক্ষ ৫৮৭ টি। এদের মধ্যে পঁচাশি কেন্দ্রে  বেসরকারারি ভাবে আনারস প্রতীকে ৪১৩৮৮ ভোট পেয়ে  নির্বাচিত হন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  এস এম  আনোয়ার হোসেন।  তার নিকটতম প্রতিদ্বন্ধী হিসেবে  হিসেবে  কাপ – পিরিচ প্রতীকে২৫৩১ ভোট পান সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন। এছাড়াও  চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য  মোঃ ফোরকান উদ্দিন দোয়াত -কলম প্রতীকে ৪৩৪ ভোট পান। মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য  এডভোকেট নাজিম উদ্দিন জামশেদ  মোটরসাইকেল প্রতীকে ৩৮৭  ভোট আমানউল্লাহ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শেখ মোঃ জুয়েল  হেলিকপ্টার প্রতীকে পান ৩২৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোঃ ওমর ফারুক বিনাপ্রতিদ্বন্ধীতায় এবং মহিলা  ভাইস চেয়ারম্যান পদে হালিমা বেগম শান্তা ফুটবল প্রতীক ৩৬৭৫৫  ভোট পেয়ে  বেসরকারি ভাবে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্ধী নাহিদ তনমী লিজা  কলস প্রতীকে ৫৫৮৮ ভোট পান। কোন ধরনের সহিংসতা ছাড়া ঠান্ডা  পরিস্থিতিতে চলছে নির্বাচন।আহামরি কোন আমেজও নেই এই নির্বাচনে। দুই একটি কেন্দ্রে ভোটারা লাইনে দাঁড়িয়ে ভোট দিলেও বেশির ভাগ কেন্দ্রে  ঢিলেঢালা  ভাবে চলছে  নির্বাচন। নির্বাচনি  সহিংসতা প্রতিরোধে  সন্দ্বীপ উপজেলায়  উনিশ জন এক্সিকিউটিভ ম্যাজ্রিস্টেট ও প্রতি কেন্দ্রে এক জন করে জুডিশিয়াল ম্যাজ্রিস্টেট, বিজিবি  দুই প্লাটুন, কোস্ট গার্ডের আটটি টিম, চব্বিশ জন র্যাব, ডিবি পুলিশ, প্রতি কেন্দ্রে পাঁচ জন পুলিশ  আটজন আনসার দায়িত্ব পালন করে।

Related posts

Leave a Comment