সরকারের মন্ত্রী সভায় ডাক পেলেন যারা

শুভদিন অনলাইন রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নতুন সরকার হিসেবে শপথ নিয়েছে গত ১১ জানুয়ারি। দায়িত্ব গ্রহণের দুইমাসেরও কম সময়ে দ্বিতীয় দফায় মন্ত্রিসভা সম্প্রসারণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের নতুন সদস্য হিসেবে আজ শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় শপথ নেবেন তারা।

ইতোমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদেরকে টেলিফোনে বিষয়টি অবগত করা হয়েছে। সরকারি পরিবহন পুল থেকে নতুন গাড়িও তাদের নিজ নিজ বাসায় পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে চলতি বছরের ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদের জন্য ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীসহ মোট ৩৭ জন সদস্য নিয়ে সরকারের যাত্রা শুরু করেছিলেন। নতুনদের নিয়ে মন্ত্রিসভার আকার হবে ৪৪ সদস্যের।

জানা গেছে, বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। খুবই ছোট পরিসরে হবে নতুন সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান। আগামী রোববার (৩ মার্চ) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা থাকায় অনুষ্ঠানটি ছোট পরিসরে আয়োজন করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগও প্রস্তুতি নিয়ে রেখেছে।

উল্লেখ্য, এ বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পরে গত ১১ জানুয়ারি ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নেয়। এরপর থেকেই আলোচনা আছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের পর মন্ত্রিসভা পুনরায় সম্প্রসারিত হবে। ক্ষমতাসীন দল এবার সংরক্ষিত মহিলা আসনের ৫০টির মধ্যে ৪৮টি পেয়েছে। গত বুধবার শপথও নিয়েছেন তারা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে যারা আজ সন্ধ্যায় শপথ নেবেন তারা হলেন— ঢাকার নাহিদ ইজাহার খান, জয়পুরহাটের ডা: রোকেয়া সুলতানা, টাঙ্গাইলের শামসুন নাহার চাপা, রাজশাহীর (পুঠিয়া-দুর্গাপুর) আব্দুল ওয়াদুদ দারা, চট্টগ্রামের (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) মো: নজরুল ইসলাম চৌধুরী, নওগাঁর (পত্নীতলা-ধামইরহাট) শহিদুজ্জামান সরকার, চট্টগ্রামের সংরক্ষিত আসনের ওয়াসিকা আয়শা খান।

Related posts

Leave a Comment