সেরা বৈভব

সেরা বৈভব
-কফিলউদ্দিন ভ’ইয়া

নারী! তুমি পুরুষের জীবনের সেরা বৈভব
তার কবিতা মালার শ্রেষ্ঠ কবিতা- শ্রেষ্ঠ অনুভব।
তোমরই প্রেরণায় সকল শিল্পকর্ম- উৎকৃষ্ট যত সম্ভার,
তার বিশ্বাসে জড়ানো তোমার নন্দিত জয় জয়কার।

শিল্পের সকল সুষমা কেবল তোমাকে ঘিরে,
তুমিই কেবল তরঙ্গ তোল তার ভাবনার নীড়ে।
জীবনের প্রাঙ্গণে তুমি প্রাণোচ্ছল আশালতা,
তোমারই জন্য এত সুর এত গান কবিতার এত কথা।

আকাশের রংধনু তুমি বিচিত্র বর্ণালী শোভা,
আবেশে আচ্ছন্নতায় নিজেকে করেছ মনোলোভা।
তোমাতেই খুঁজে ফেরে মন স্বপ্নের সোনালী বাসর,
তোমাতেই খুঁজে পায় হতাশায় প্রাণের নির্ঝর।

তুমি তার চেতনায় চতুর্দশী চাঁদের অনুপম কলা,
তোমার আগমনে পূর্ণ হয়েছে তাই বিশ্ব মিলন মেলা।
তুমি কেন্দ্রের স্থিতি তোমাকেই ঘিরে জীবনের আবর্তন,
তোমাকেই ঘিরেই সকল সৃষ্টির সব বিনোদন।

মমতাময়ী স্বপ্নদায়িনী তুমি জীবনের সকল শক্তির আধার,
তোমার প্রেরণায় সকল সৃষ্টিকর্ম তুমি তার অদৃশ্য রূপকার।
জীবনের সঙ্গিনী হয়ে তুমি মরণে হবে হুর
জীবনে মরণে নরেরা সবখানে তোমাতে বিভোর।

Related posts

Leave a Comment