স্যুটকেস ভরে বন্দর ছাড়ল লঙ্কান জাহাজ, সত্যিই কি দেশ ছেড়ে পালালেন রাজাপাকসে?

শুভদিন অনলাইন রিপোর্টার:

তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে চলা বিক্ষোভের মুখে আগেই নিজের সরকারি বাসভবন ছেড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তবে তাকে নিয়ে দেশটির সরকার বা দায়িত্বশীল কোন পক্ষের কাছ থেকে এখনও এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। এরইমধ্যে একটি ভিডিওতে দেখা যায়, শ্রীলঙ্কার নৌবাহিনীর দু’টি জাহাজে স্যুটকেস লোড করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের দাবি, জাহাজে তোলা সব স্যুটকেস প্রেসিডেন্ট রাজাপাকসের। ভিডিওতে তিন ব্যক্তিকে স্যুটকেসগুলো এসএলএনএস গজবাহু নামের একটি জাহাজে তুলতে দেখা যায়। এ সময় তাদের তাড়াহুড়ো করে দৌড়াতে দেখা যায়। কলম্বো বন্দরের একজন কর্মকর্তা নিউজওয়ান টেলিভিশন চ্যানেলকে বলেছেন, এক দল ব্যক্তি এসএলএনএস সিন্দুরালা এবং এসএলএনএস গজবাহুতে চড়ে বন্দর ত্যাগ করেছেন। তবে জাহাজে চড়ে কারা পালিয়েছেন সে ব্যাপারে বিস্তারিত তথ্য তিনি দিতে পারবেন না বলে জানিয়েছেন।
শ্রীলঙ্কান সরকারি একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, কলম্বোতে দেশটির সাধারণ জনগণ সরকারবিরোধী বিক্ষোভের ডাক দেওয়ার পরপরই শুক্রবার রাতে বাসভবন ছেড়ে সেনাবাহিনীর সদরদফতরে আশ্রয় নেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। কলম্বোয় বিক্ষোভ শুরু হওয়ার আগেই প্রেসিডেন্টকে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যদিও এ তথ্যের কোনো সত্যতা মেলেনি।
এদিকে, শ্রীলঙ্কার বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল শনিবার বিকেলের দিকে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি গাড়িবহর পৌঁছানোর খবর দিয়েছে। এই গাড়িবহর প্রেসিডেন্টের কিনা এবং তিনি দেশ ছেড়ে চলে গেছেন কিনা সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি ওই টেলিভিশন চ্যানেল। এতে বন্দর থেকে স্যুটকেস ভরে ছেড়ে যাওয়া লঙ্কান জাহাজ ও দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়া গাড়িবহর নিয়ে প্রশ্ন উঠেছে সত্যিই কি দেশ ছেড়ে পালিয়েছেন রাজাপাকসে?
১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সবচেয়ে মারাত্মক আর্থিক সংকট পার করছে শ্রীলঙ্কা। ২০২২ সালের মার্চ মাস থেকে অর্থনৈতিক সংকটের জেরে শ্রীলঙ্কার পরিস্থিতির চরম অবনতি ঘটে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে সরব হয় গোটা দেশ। ভোগ্যপণ্যের আকাশচুম্বী দাম, জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি, বিদ্যুৎ বিভ্রাট, ওষুধের তীব্র সংকট এসবের জন্য প্রেসিডেন্ট গোতাবায়া ও তার ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে দায়ী করে আসছেন আন্দোলনকারীরা।

সূত্র : এনডিটিভি

Related posts

Leave a Comment