২৫ দিনেও বদলগাছীতে দুই নারী হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ

বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে দুই নারী খুনের রহস্য  ২৫ দিনেও উদঘাটন করতে পারেনি বদলগাছী থানা পুলিশ। গত ০৩রা জুন (বুধবার) দিবাগত রাতে বদলগাছী  সদর ইউনিয়নের চাংলা গ্রামের মোঃ আহসান হাবিব (কুয়েল) এর মিনি গভীর নলকুপ ঘরে সাথী ও পরিবানু নামীয় দুই নারী খুন হয়। ৪ঠা জুন (বৃহস্পতিবার) নওগাঁ এবং  রাজশাহী থেকে আগত পুলিশ ও বদলগাছী থানা পুলিশ ঐ মিনি গভীর নলকুপে ঘর থেকে তাদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। ৪ ঠা জুন দিবা গত রাতে থানা পুলিশ চাংলা গ্রাম থেকে কয়েক জনকে জিজ্ঞাসাবদের জন্য থানায় নিয়ে আসে। জিজ্ঞাবাদের পর কয়েক জনকে ছেড়ে দেওয়া হলেও চাংলা গ্রামের মৃত নিজামউদ্দিনের ছেলে মোঃ আবু হাসান মুকুলকে ৭ জুন নওগাঁ জেল হাজতে প্রেরন করে। নিহত পরিবানুর পিতা মোঃ সিরাজুল ইসলাম বলেন তার মেয়ে পরিবানু সহ সাথী নামীয় মহিলা একই সঙ্গে খুন হওয়ার প্রায় ২৫ দিনে খুনের রহস্য  উদঘাটন করতে পারেনি থানা পুলিশ। এছাড়াও  চাংলা গ্রামের আবু হাসান মুকুল ছাড়া অন্য আসামী চিহিৃত করতে বা আটক করতে পারেনি। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা  মোঃ রফিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে  এ বিষয়ে কথা বললে তিনি বলেন, মোঃ আবু হাসান মুকল ছাড়া আর কোন আসামী চিহিৃত ও আটক করা সম্ভব হয়নি। তবে ২২/৬/২০২০ ইং তারিখে মুকুলকে তিন দিনের রিমান্ডে আনা হয়। কিন্ত তাকে জিজ্ঞাসাবাদের সময় সে অসুস্থ হয়ে পরে,ফলে তার নিকট থেকে কোন তথ্য বের করা যায়নি। তবে তদন্ত চলমান রয়েছে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী  জোবায়ের আহম্মেদ এর সঙ্গে মোবাইল ফোনে কথা বললে আবু হাসান মুকুল ছাড়া আর কোন আসামী চিহিৃত বা আটক করা যায়নি, তবে তদন্ত চল
মান রয়েছে এবং মামলার অগ্রগতির আশাও তিনি করছেন বলে জানান।

Related posts

Leave a Comment