৫ উইকেটে ২৮২ রান নিয়ে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা

শুভদিন অনলাইন রিপোর্টার:

মিরপুরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। ৫ উইকেটে ২৮২ রান নিয়ে বৃষ্টিবিঘ্নিত দিনটি শেষ করেছে সফরকারীরা। ৫ উইকেট হাতে রেখে বাংলাদেশের চেয়ে এখনো ৮৩ রানে পিছিয়ে আছে দিমুথ করুণারত্নের দল।
চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯৯ রানের ইনিংস খেলা অ্যাঞ্জেলো ম্যাথুজ ৫৮ রানে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গী দিনেশ চান্দিমালের সংগ্রহ ১০।
৪ উইকেটে ১৪৩ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। বৃষ্টি বাধায় সারাদিনে খেলা হয়েছে মোট ৫১ ওভার। ওই ৫১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে লঙ্কানরা যোগ করেছে আরো ১৩৯ রান।
দিনের শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। প্রথম ওভারের দ্বিতীয় বলেই কাসুন রাজিথাকে বোল্ড করে দেন পেসার এবাদত হোসেন। এরপর দলীয় ১৬৪ রানে লঙ্কান দলপতি দিমুথ করুণারত্নেকেও সাজঘরের পথ দেখান সাকিব। ১৫৫ বলে ৮০ রানের ইনিংস খেলেন তিনি।
লাঞ্চ বিরতির ঠিক আগ মুহূর্তে নামে বৃষ্টি। এরপর তিন ঘন্টারও বেশি সময় খেলা বন্ধ ছিল। বৃষ্টির পর ফের খেলা হলে পঞ্চম উইকেট জুটিটাকে বড় করতে থাকেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ধনাঞ্জয়া ডি সিলভা। তাঁদের ১০২ রানের জুটিটি ভাঙেন সাকিব।
বাংলাদেশি অলরাউন্ডারের তৃতীয় শিকার হওয়ার আগে ৫৮ রানের ইনিংস খেলেন ধনাঞ্জয়া। দিনের বাকিটা সময় কাটিয়ে দেন ম্যাথুজ ও চান্দিমাল। উল্লেখ্য যে, চট্টগ্রামে দুদলের মধ্যকার প্রথম টেস্টটি ড্র হওয়ায় এই টেস্টটি সিরিজ নির্ধারণীতে পরিণত হয়েছে।

Related posts

Leave a Comment