৬ দিনে ৫০০ কোটির ক্লাব ছোঁয়ার পথে ‘অ্যানিমেল’

শুভদিন অনলাইন রিপোর্টার:

৬ দিনে ৫০০ কোটির ক্লাব ছোঁয়ার পথে রয়েছে বলিউডের ‘অ্যানিমেল’ সিনেমা। মুক্তির আগেই ভারতীয় মুদ্রা ৩৪ কোটি রুপি সংগ্রহ করেছে সিনেমাটি।
আয়ের দিক থেকে ‘জাওয়ান’-এর পর এ বছরের সবচেয়ে বেশি মুনাফা করা সিনেমা হিসেবে ‘অ্যানিমেল’-কেই প্রাধান্য দেওয়া হচ্ছে। ‘পাঠান’, ‘গদর-২’ ও ‘জাওয়ান’ সিনেমার পরেই বলিউড সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোতে উঠে আসছে সিনেমাটির নাম। এমনকি সিনেমাটি চলতি বছর ১২ নভেম্বর মুক্তিপ্রাপ্ত ‘টাইগার-৩’-এর মোট আয়কেও ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে গত ১২ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমাকেও হার মানাতে চলেছে।
বলি মুভি রিভিউজ ডটকম জানায়, মুক্তির প্রথম দিন শুধু ভারতের বক্স অফিসেই ৬৩ কোটি ৮০ লাখ, দ্বিতীয় দিন ৬৭ কোটি ২৭ লাখ, তৃতীয় দিন ৭১ কোটি ৪৬ লাখ, চতুর্থ দিন ৪৩ কোটি ৯৬ লাখ, পঞ্চম দিন ৩৭ কোটি ৫৭ লাখ এবং ষষ্ঠ দিন ৩১৩ কোটি রুপি মুনাফা করেছে। সবশেষ আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পর্যন্ত রণবীর কাপুর, ববি দেওল, রাশমিকা মান্দানা অভিনীত সিনেমাটি বলিউডের সবচেয়ে মুনাফা লাভ করেছে। সব মিলিয়ে ভারতে মোট ২৭৭ কোটি ৩৪ লাখ রুপি মুনাফা এবং বিশ্বব্যাপী ৪৮১ কোটি রুপি মুনাফা করেছে ‘অ্যানিমেল’। সিনোমটির আইএমডিবি রেটিং: ৭.৩/১০।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Related posts

Leave a Comment