সেন্ট লুসিয়া টেস্টে মেয়ার্সের শতকে চালকের আসনে উইন্ডিজ

শুভদিন অনলাইন রিপোর্টার:

টেস্ট অভিষেকেই রেকর্ড বইয়ে ঝড় তুলেছিলেন কাইল মেয়ার্স। গত বছর বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ ইনিংসে অপরাজিত ২১০ রানের ইনিংস খেলে জিতিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে। সেই মেয়ার্স আরো একবার বাংলাদেশের পথে কাঁটা হয়ে দাঁড়ালেন। তাঁর দুর্দান্ত শতকে সেন্ট লুসিয়া টেস্টে বড় লিডের দিকে যাচ্ছে ক্যারিবীয়রা।
বাংলাদেশের ২৩৪ রানের জবাবে ৫ উইকেটে ৩৪০ রানে দ্বিতীয় দিন শেষ করেছে উইন্ডিজ। ১৮০ বলে ২ ছক্কা ও ১৫টি চারে ১২৬ রানে অপরাজিত আছেন মেয়ার্স। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর দ্বিতীয় শতক। মেয়ার্সের সঙ্গী জশুয়া দা সিলভার সংগ্রহ ২৬ রান।
এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের লিড ১০৬ রান, হাতে রয়েছে আরো ৫টি উইকেট। অথচ দিনের প্রথম সেশনটা বাংলাদেশের ছিল। লাঞ্চের লাগ মুহূর্তে টাইগার বোলিং তোপে ১৩৩ রানেই ৪ উইকেট হারায় উইন্ডিজ। এরপরই মেয়ার্স আর জার্মেইন ব্ল্যাকউডের প্রতিরোধ। পঞ্চম উইকেটে ১১৬ রানের জুটি গড়েন তাঁরা।
ব্ল্যাকউডকে ৪০ রানে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মিরাজ। দিনের বাকি সময়ে আর কোনো উইকেট পড়তে দেননি মেয়ার্স ও জশুয়া দা সিলভা। অবিচ্ছিন্ন ৯২ রানের জুটি গড়ে শেষ করেছেন দ্বিতীয় দিন। লিডটা এরই মধ্যে ১০৬, চালকের আসনে ক্যারিবীয়রাই।
মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদই বাংলাদেশের সবচেয়ে সফল বোলার। দুজনই নিয়েছেন দুটি করে উইকেট। শরিফুলের শিকার একটি। সাকিব আল হাসান ১৮ ও এবাদত হোসেন ১৯ ওভার বোলিং করেও রয়েছেন উইকেট শূন্য।
উল্লেখ্য যে, প্রথম টেস্টে হেরে ২ ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে আছে টাইগাররা। সিরিজ বাঁচাতে হলে এই টেস্টে জয়ের বিকল্প নেই সাকিব-তামিমদের।

Related posts

Leave a Comment