আইপিএল-১৫: ‘ডু অর ডাই’ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে মুস্তাফিজের দিল্লি

শুভদিন অনলাইন রিপোর্টার:

আইপিএলে নিজেদের ‘ডু অর ডাই’ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস।
নিজেদের বাঁচা-মরার ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে দিল্লি। এই ম্যাচেও দিল্লির একাদশে নেই বাংলাদেশি পেসার মুস্তাফিজ। তার জায়গায় খেলছেন দক্ষিণ আফ্রিকান আনরিখ নরকিয়ে।
আইপিএলের প্লে অফে ওঠার জন্য এই ম্যাচে অবশ্যই জিততে হবে দিল্লিকে। আইপিএলের রাউন্ড রবিন লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগে দিল্লির পয়েন্ট ১৩ ম্যাচে ১৪। পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে আছে ঋষভ পান্তের দল। অপরদিকে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এই ম্যাচে দিল্লি জিতলে মুস্তাফিজের দলের পয়েন্ট হবে বেঙ্গালুরুর সমান ১৬ পয়েন্ট। নেট রান রেটে এগিয়ে থাকায় সেক্ষেত্রে শেষ চারে জায়গা করে নেবে দিল্লি।
এদিকে এবারের আইপিএলে পয়েন্ট তালিকায় সবার নিচে আছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। দলটি এবার ১৩ ম্যাচে মাত্র ৩ জয়ে ৬ পয়েন্ট অর্জন করতে পেরেছে। শেষ ম্যাচে দিল্লিকে হারিয়ে শেষটা জয়ে রাঙাতে চাইবে দলটি।

দিল্লি ক্যাপিটালস একাদশ:

পৃথ্বি শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ প্যান্ট (অধিনায়ক এবং উইকেট রক্ষক), সরফরাজ খান, রোভম্যান পাওয়েল, আক্সার প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়ে, খলিল আহমেদ।

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেট রক্ষক), তিলক ভার্মা, ডেওয়াল্ড ব্রেভিস, রামানদীপ সিং, টিম ডেভিড, ড্যানিয়েল সামস, হৃত্বিক শোকিন, জাসপ্রিত বুমরাহ, মায়াঙ্ক মারকান্ডে, রিলি মেরেডিথ।

Related posts

Leave a Comment