ইউক্রেনে ৮০ হাজার রুশ সেনা হতাহত

শুভদিন অনলাইন রিপোর্টার:

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়ার ৭০ থেকে ৮০ জন নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছেন পেন্টাগনের আন্ডার সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি কলিন কাহল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগেও পেন্টাগন ও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় চলমান যুদ্ধে রাশিয়ার ক্ষয়ক্ষতি নিযে বিভিন্ন ধরনের খতিয়ান তুলে ধরেছে।
অবশ্য রাশিয়ার তরফ থেকে এ ব্যাপারে কিছু জানা যায়নি।
প্রতিরক্ষা বিষয়ক থিংক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে উদ্ধার হওয়া রাশিয়ান সাড়ে চারশর বেশি অস্ত্রে বিদেশি উপাদান পাওয়া গেছে। যুদ্ধ শুরুর আগের বছরগুলোতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার দেশগুলো থেকে এই জটিল প্রযুক্তির যন্ত্রাংশগুলো মস্কো সংগ্রহ করেছিল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
ইউক্রেন থেকে উদ্ধারকৃত অস্ত্রের প্রায় দুই-তৃতীয়াংশ উপাদান যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানে তৈরি করা হয়েছিল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

Related posts

Leave a Comment