কৃষিমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত – আইনমন্ত্রী

শুভদিন অনলাইন রিপোর্টার:
বিএনপি নেতাদের আটক ও জামিনের বিষয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের বক্তব্য তার ব্যক্তিগত, এটা দলের অভিমত নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ মঙ্গলবার দুপুরে আখাউড়ায় নিজ সংসদীয় এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘কৃষিমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত অভিমত। আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন, ‘‘এটা দলের অভিমত নয়।” আমি বলতে পারি বিএনপির যেসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিচার এবং তাদের জামিনের বিষয়ে শুধু আদালতই কথা বলতে পারেন। আর কেউ কথা বলতে পারেন না।’

আনিসুল হক আরও বলেন, ‘১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে হত্যা করে দেশে স্বৈরশাসন কায়েম করা হয়েছিল। তখন বিচার বিভাগকে করায়ত্ত করা হয়েছিল। সেই অবস্থায় এখন আর নাই। এখন বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন।’

আইনমন্ত্রীর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খলিফা কাজল, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান, দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়নসহ আরও অনেকে।

পরে আইনমন্ত্রী দলীয় নেতাকর্মীদের নিয়ে খরমপুর শাহ পীর কল্লা শহীদের মাজার, তারাগন শেরে আলী শাহ মাজার ও ছতুরা প্রফেসর আব্দুল খালেক শাহর মাজার জিয়ারত করেন।

উল্লেখ্য, সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্দুর রাজ্জাক বলেন, ‘২০ হাজার (বিএনপি নেতাকর্মী) গ্রেপ্তার না করলে আজকে এই যে গাড়ি চলতেছে হরতালে, আপনি কি রাস্তায় গাড়ি দেখতেন? এ ছাড়া আমাদের জন্য কোনো গত্যান্তর ছিল না, কোনো অলটারনেটিভ (বিকল্প) ছিল না। যেটা করেছি, আমরা চিন্তাভাবনা করে করেছি।’

তবে কী সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে কিছুই করেনি আওয়ামী লীগ? জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‌‘বিএনপিকে ভোটে আনার সব চেষ্টাই হয়েছে। এক রাতে সব নেতাদের মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি দলটি। ’

Related posts

Leave a Comment