গাংনীতে চোরাচালান প্রতিরোধ ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে উপজেলা চোরাচালান প্রতিরোধ ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি ছিলেন,গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা নাদির হোসেন শামীম, গাংনী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনোজিত কুমার নন্দী ,গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানী ,এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু,জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলার ইউপি চেয়ারম্যান যথাঃ নাজমুল হুদা বিশ্বাস,ইউপি চেয়ারম্যান মুহঃ আলম হুসাইন,সোহেল আহমেদ, আনোয়ার হোসেন পাশা, মিজানুর রহমান রানা প্রমুখ ।
এছাড়াও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসিমা খাতুন,প্রাথমিক শিক্ষা অফিসার নাসিরউদ্দীন, র‌্যাবের প্রতিনিধি খুরশিদ আলম, বিজিবির কাথুলী ও কাজীপুর কোম্পানী কমান্ডার তোহার হোসেন,আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উর্মিলা বিশ্বাস, গাংনী উপজেলা ইটভাটা কমিটির সভাপতি এনামুল হক, গাংনী উপজেলা যুবলীগের সেক্রেটারী শফি কামাল পলাশ,সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামসহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান,আইনশৃংখলা রক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ সকল পর্যায়ের ব্যক্তিবর্গের সহযোগিতা ছাড়া আইন শৃঙখলা পরিস্থিতি ভাল রাখা কঠিন। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকদ্রব্য সেবনকারীদের কোন ছাড় দেয়া হবে না। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও উৎসব মূখর করতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আইন শৃ্খংলা পরিস্থিতি ভাল থাকায় সন্তোষ প্রকাশ করেন।

Related posts

Leave a Comment