গাংনীতে রাস্তা মেরামত শেষে এমপি সাহিদুজ্জামান খোকন শুভ উদ্বোধন করলেন

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন রুরাল রোড এন্ড কালভার্ট মেইনটেন্যান্স এর আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরে বামন্দী তেলপাম্প মোড় হতে নওদা মটমুড়া রাস্তা মেরামত, বেতবাড়ীয়া হাট হতে কাজীপুর ইউপি পর্যন্ত সড়ক মেরামত চেইনেজে- ৩৩৬০ মিঃ পর্যন্ত রাস্তা মেরামত যার চুক্তিমূল্য ১ কোটি ৯ লাখ ৯৭ হাজার ৭০৯ টাকা । ২০১৯-২০২০ অর্থ বছওে বামন্দী আরএইচডি হতে প্রাগপুর জিসি ভায়া মধুগাড়ী ঘাট সগক এর মাথাভাঙ্গা নদীর উপর ১০১০০ মিটার চেইনেজে ৭৫ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ যার নির্মাণ ব্যয় (চুক্তিমূল্য) ৭ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৯৭৯ টাকা। একইভাবে মালসাদহ হেডকোয়াটার বামন্দী জিসি –হাড়াভাঙ্গা চেঃ ৮২০০-১০১৮০ মিঃ ও চেঃ ১৫৪৩০-১৭৩৬৫ মিঃ পর্যন্ত রাস্তা মেরামত। যার চুিক্তমূল্য- ১ কোটি ৩৪ লাখ ৭৪ হাজার ২৪৬ টাকা। এই রাস্তা গুলোর কাজ শেষ হলে এবং ব্রিজ নির্মাণের শুভ উদ্বোধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। এসময় এমপি মহোদয়ের সাথে ছিলেন, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,গাংনী উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, আ.লীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতু, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক নাজমূল হুদা বিশ্বাস সহ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment