গাজীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জনকণ্ঠের টিটু, সাধারণ সম্পাদক যুগান্তরের রিপন

নূরুল ইসলাম সবুজ,গাজীপুর:

বিনা প্রতিদ্বন্দ্বিতায় গাজীপুর প্রেসক্লাবের সভাপতি হিসেবে দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান টিটু এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক যুগান্তরের গাজীপুর প্রতিনিধি শাহ সামসুল হক রিপন নির্বাচিত হয়েছেন।

শনিবার (১২ আগস্ট) গাজীপুর প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ২০২৩-২৪ সালের নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

কার্যনির্বাহী কমিটির অন্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহসভাপতি- মো. আলমগীর হোসেন (দৈনিক মুক্ত বলাকা), সহসভাপতি- মো. রুহুল আমিন (দৈনিক খবর), যুগ্ম সম্পাদক- হাসমত আলী (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক- পলাশ চন্দ্র মল্লিক (প্রথম প্রতিরোধ/সময়ের কণ্ঠস্বর), কোষাধ্যক্ষ- মো. মিলটন খন্দকার (দৈনিক সময়ের আলো), প্রচার ও প্রকাশনা সম্পাদক- মাহমুদা শিকদার (ডিবিসি টিভি), দফতর সম্পাদক- হাসিব খান (দৈনিক আমাদের অর্থনীতি/ ফিন্যালশিয়াল পোষ্ট), ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক মো. আব্দুল গাফ্ফার (দৈনিক ঢাকার ডাক/ ঢাকা টাইমস)।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন- মো. খায়রুল ইসলাম (দৈনিক বাংলাদেশ প্রতিদিন/ বৈশাখী টেলিভিশন), মো. মুজিবুর রহমান (দৈনিক ইত্তেফাক), মো. মনিরুজ্জমান (দৈনিক আজকের প্রভাত/ বাংলাদেশ পোষ্ট), দেলোয়ার হোসেন (দৈনিক দিনকাল), মো. আমিনুল ইসলাম (দৈনিক দেশ রূপান্তর), মো. নজরুল ইসলাম আজাহার (দৈনিক বাংলাভূমি) এবং মো. কামাল হোসেন বাবুল (দৈনিক মুক্ত বলাকা)।

প্রধান নির্বাচন কমিশনার শরিফ আহমেদ শামীম জানান, তফসিল অনুযায়ী গত ৩ আগষ্ট ছিল মনোনয়ন বিতরণের শেষ দিন। ক্লাবের বিভিন্ন পদে ৫৩টি মনোনয়নপত্র বিতরণ হলেও নির্ধারিত দিন ৮ আগষ্ট পর্যন্ত ১৭ পদের বিপরীতে ১৭টি মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। এক পদে একধিক প্রার্থী না থাকায় ওই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Related posts

Leave a Comment