ঠাকুরগাঁওয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক কার্যক্রম সম্পর্কে অবহিতকরন সভা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

জলবায়ু পরিবর্তন, গ্রীণ কাইমেট ফান্ড ও পিকেএসেফ এর পরিবেশ বিষয়ক কার্যক্রম সর্ম্পকে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। ৫ এপ্রিল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কে এ সভার আয়োজন করা হয়।

পিকেএসএফ’র আয়োজনে ও উন্নয়ন সংস্থা ইএসডিও’র সহযোগিতায় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, গেস্ট অব অনার পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ, বিশেষ অতিথি ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকারের উপ-পরিচালক রামকৃষ্ণ বর্মন, উন্নয়ন সংস্থা ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, জেলা আ’লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু বক্কর ছিদ্দিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আবু হোসেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাসুদুর রহমান বাবু, দ্যা ডেইলী স্টার পত্রিকার জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য কামরুল ইসলাম রুবায়েত, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা, আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন প্রমুখ। সভায় জলবায়ু পরিবর্তন, গ্রীণ কাইমেট ফান্ড ও পরিবেশ বিষয়ে বিভিন্ন সুপারিশমালা উঠে আসে।

Related posts

Leave a Comment