তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

মুুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৫নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত রোববার (২৮ মে) দুপুর ২টার সময় ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যান তারেক হোসেনের সভাপতিত্বে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সাবেক ও বর্তমান ইউপি সদস্য বৃন্দ, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি ও সমাজিক সংগঠনের প্রতিনিধিগন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
বাজেট সভায় ইউপি সচিব আলোপ্তগীন মুকুল আগামী ২০২৩-২৪ অর্থ বছরের জন্য রাজস্ব আয় ৩০ লাখ ৪০ হাজার ৮০ টাকা এবং রাজস্ব ব্যয় ৩০ লাখ ৩৬ হাজার ৯৮০ টাকা, রাজস্ব আয়-ব্যয় থেকে উদ্বৃত্ত ৩ হাজার ১০০টাকা অপরদিকে উন্নয়ন আয় ও ব্যয় সমান রেখে
৮৭ লাখ ১১ হাজার ৫২০ টাকার এই বাজেট উপস্থাপন করেন।
চেয়ারম্যান তারেক হোসেন জানান- এ বাজেটে বুড়াবুড়ি ইউনিয়নের রাস্তাঘাট, কালভার্ট, ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন, ক্রীড়া ও সেবামূলক কাজে গুরুত্ব দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment