পুলিশ সদস্যদের চিকিৎসায় ৩ হাসপাতালের ব্যবস্থা

শুভদিন অনলাইন

পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য সাড়ে ছয়শ’ বেডের হাসপাতাল প্রস্তুত রয়েছে। পুলিশের নিজস্ব হাসপাতালে শয্যা আছে আড়াইশ’। আর সাড়ে চারশ’ বেডের দু’টি হাসপাতাল ভাড়া নেওয়া হয়েছে। ভাড়া করা ওই দুই হাসপাতাল হলো- মহানগর হাসপাতাল ও সিরাজুল ইসলাম হাসপাতাল। এছাড়া পিসিআর ল্যাব বসাচ্ছে পুলিশ। তখন করোনা পরীক্ষার জন্য অন্য কোথাও যেতে হবে না।

তিনি আরও জানান, পুলিশের জন্য ৫০টি আইসিইউ শয্যাও প্রস্তুত। এছাড়া ভাড়া করা দুই হাসপাতালের আইসিইউতে পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ পিছপা হবে না। খবর সমকাল

পেশাজীবীদের মধ্যে চিকিৎসক ও নার্সদের পরই সবচেয়ে বেশি সংখ্যক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে একাধিক দফায় পুলিশ ফোর্সগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে দিকনির্দেশনা দিয়েছেন আইজিপি। পরিদর্শন করেছেন রাজারবাগ পুলিশ লাইন্স। যাতে করোনার দিনগুলোতে পুলিশ সদস্যরা দৃঢ় মনোবলের সঙ্গে কাজ করতে পারেন সেই লক্ষ্যে ফোর্সগুলোর মধ্যে দেওয়া হচ্ছে উদ্দীপনামূলক বক্তব্য।

Related posts

Leave a Comment