ফলাফলে পিছিয়ে থাকা সত্ত্বেও ‘বিজয়ীর ভাষণ’ দিলেন নওয়াজ শরিফ: আল জাজিরা

শুভদিন অনলাইন রিপোর্টার:

এখন পর্যন্ত ঘোষিত আনুষ্ঠানিক ফলাফলে পিছিয়ে থাকা সত্ত্বেও পিএমএল-এনকে বৃহত্তম দল বলে মন্তব্য করেছেন নওয়াজ শরিফ।
লাহোরে পিএমএলএনের কেন্দ্রীয় সচিবালয়ে বিজয়ী ভাষণে এই দাবি করেন নওয়াজ শরিফ।
ভাষণে পিএমএল-এন এর এই নেতা স্বীকার করেছেন, তার দলের সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা নেই।
নওয়াজ শরিফ বলেন, তিনি অন্যান্য দলের নেতাদের একটি জোট সরকার নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাবেন। তিনি বলেন, পাকিস্তানকে ‘পরিবর্তন’ করতে অন্য দলগুলোর সঙ্গে মিলেমিশে একসঙ্গে বসতে চান তিনি।
শরিফ আরও বলেন, তিনি অন্যান্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রাপ্ত ম্যান্ডেটকে সম্মান করেন।
নওয়াজ শরিফ বলেন, নির্বাচনের পর সবচেয়ে বড় দল পিএমএলএন। আমরা দেশকে কঠিন সময় থেকে বের করে এনেছি এবং আবারও করব। সব দলের একত্রিত হয়ে সরকার গঠন করা উচিত এবং আমরা পাকিস্তানকে এই সংকট থেকে বেরিয়ে আসতে আমাদের সঙ্গে বসার জন্য তাদের আমন্ত্রণ জানাচ্ছি।
এখন পর্যন্ত ২২২টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ৯০ টি আসন। পিএমএল-এন পেয়েছে ৬৪টি এবং পিপিপি পেয়েছে ৫০টি আসন। একক দল হিসেবে সরকার গঠন করতে প্রয়োজন ১৩৪টি আসন।

সূত্র: আল জাজিরা

Related posts

Leave a Comment